ক্যাটাগরি: খেলাধুলা

আইপিএল শুরুর সময় সূচিতে পরিবর্তন

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২১ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। কিন্তু তা এক দিন পিছিয়ে যাচ্ছে। ২২ মার্চ পর্দা উঠতে পারে এই আসরের।

আসর শুরুর দিনে পরিবর্তন আসলেও উদ্বোধনী ম্যাচের দল ও ভেন্যু একই থাকছে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ভারতীয় একটি দৈনিক।

গত মাসে বিসিসিআইয়ের পক্ষ থেকে রাজীব শুক্লা জানিয়েছিলেন যে, এবারের আইপিএল শুরু হবে ২১ মার্চ থেকে। ফাইনাল হবে ২৫ মে। তবে সেই সূচিতে পরিবর্তন আসতে যাচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে এ নিয়ে এখনও কিছু জানায়নি বোর্ড।

বিসিসিআয়ের সূত্রের বরাতে বলা হয়েছে, আইপিএল শুরুর দিন পিছিয়ে যাচ্ছে। ২১ মার্চের বদলে এক দিন পিছিয়ে ২২ মার্চ থেকে শুরু হবে। দিন বদলালেও প্রথম ম্যাচের ভেন্যু বদলাচ্ছে না। তাই সেই মাঠেই এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ হবে। ফাইনালও হবে ইডেনে।

আইপিএল শুরুর সময়ে পরিবর্তন আসলেও ফাইনালের সূচি অপরিবর্তিত থাকছে। ২৫ মে হবে ফাইনাল। বিসিসিআইয়ের সূত্রের বরাতে বলা হয়েছে, শুরুর দিন পিছিয়ে গেলেও ফাইনাল পুর্ব নির্ধারিত ২৫ মে হবে।

গত বছরের শেষ দিকে আইপিএলের মেগা নিলাম হয়। সেখানে ১৮২ জন ক্রিকেটার কিনতে দলগুলি ৬৩৯.১৫ কোটি রুপি খরচ করে। যেখানে সর্বোচ্চ ২৭ কোটি রুপিতে ঋষব পান্তকে কিনেছে লক্ষ্ণৌ। যা আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড।

শেয়ার করুন:-
শেয়ার