ক্যাটাগরি: অর্থনীতি

কৃষিতে কমেছে ঋণ বিতরণ, আদায় বেড়েছে

২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে (প্রথম ৬ মাস) কৃষি ও পল্লী ঋণ বিতরণ কমেছে ১১ শতাংশের বেশি। তবে একই সময়ে ঋণ আদায় বেড়েছে সাড়ে ৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন বলছে, দেশের ব্যাংকগুলো চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কৃষি খাতে ১৬ হাজার ২৫৯ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। আগের অর্থবছরের একই সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের পরিমাণ ছিলো ১৮ হাজার ৩২৬ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে এই খাতে ঋণ বিতরণ কমেছে ১১ দশমিক ২৭ শতাংশ।

অর্থবছরের একই সময়ে (প্রথম ৬ মাস) কৃষি খাতের ঋণ আদায় বেড়েছে ৭ দশমিক ৫২ শতাংশ। চলতি অর্থবছরের প্রথমার্ধে বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করা ঋণ আদায় করেছে ১৯ হাজার ১১৭ কোটি টাকার। যা আগের অর্থবছরের একই সময়ে আদায়ের পরিমাণ ছিলো ১৭ হাজার ৭৭৯ কোটি টাকা।

খাত সংশ্লিষ্টরা বলছেন, কৃষি ঋণ প্রবাহ কমে যাওয়ার কারণে বোরো মৌসুমে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ ২০২৪ সালের শেষার্ধে দুইটি বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষি খাতে ঋণের প্রয়োজনীয়তা বেড়েছে। বিপরীতে এসময়ে ব্যাংকগুলোর ঋণ বিতরণ কমেছে।

প্রতিবেদন বলছে, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংক খাতে বিতরণ করা কৃষি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৫৬ হাজার ১৮ কোটি টাকা। আর ২০২৩ সালের ডিসেম্বরে এ ঋণের পরিমাণ ছিলো ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা। সে হিসেবে আগের অর্থবছরের তুলনায় ঋণ বেড়েছে ৬২৩ কোটি টাকা।

শেয়ার করুন:-
শেয়ার