ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের দিনব্যাপী কর্মশালা

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট ‘মিট উইথ দ্যা ট্রেড লিডারস’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা আয়োজন করে। গত ৬ ফেব্রুয়ারি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আয়োজিত কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ব্যাংক কর্মকর্তাদের পেশাগত জ্ঞান বৃদ্ধি করা। সেই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান মেনে চলা নিশ্চিত করার পাশাপাশি আন্তঃসীমান্ত লেনদেন সংক্রান্ত বিষয়সমূহ, বৈদেশিক অর্থপ্রদানে ব্যাংকের প্রতিশ্রুতি/গ্রহণযোগ্যতা, টার্নঅ্যারাউন্ড টাইম, এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি এর পরিধি বিস্তার, বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে অপারেশনাল উৎকর্ষতা এবং রিটার্নস ও রিপোর্টিংয়ের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা।

কর্মশালায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উন্নতির জন্য সঠিক তথ্য প্রদান বা ইনপুট (যেমনঃ এলসি এর বিস্তারিত তথ্য, পারপাস কোড, কান্ট্রি কোড, এইচএস কোড এবং আইএমপি রিপোর্টিং), আউটস্ট্যান্ডিং এলসির নিয়মিত তদারকি, ওভারডিউ বিল, প্রো-অ্যাকটিভ ব্যাংক রেসপন্স, রেকর্ড সংরক্ষণ এবং রপ্তানি আয় প্রত্যাবাসনের বিষয়ে আলোকপাত করা হয়।

এছাড়াও, আইএমপি মডিউলে সময়মত এবং সঠিকভাবে তথ্য আপলোড, সময়মত পেমেন্টের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান এবং সময়মত রিপোর্টিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন কর্মশালার উদ্বোধন করেন। এসময় তিনি অংশগ্রহণকারীদের সময়মত বৈদেশিক পেমেন্ট প্রদান এবং সঠিক রিপোর্টিংয়ের গুরুত্ব উপলব্ধি করার আহ্বান জানান এবং দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালনের ওপর জোর দেন।

ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান মো. জাহাঙ্গীর কবির, এফআই, অফশোর ব্যাংকিং এবং সেন্ট্রাল ট্রেড সার্ভিসেস ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সাইমা বানু কর্মশালায় উপস্থিত ছিলেন।

ব্যাংকের বিভিন্ন শাখা থেকে মোট ৩২ জন কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। এসময় সাউথইস্ট ব্যাংক তার কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার