জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোকচিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রদর্শনীতে ১৯৪৭ সালের পূর্বে ইতিহাস হতে পর্যায়ক্রমে পরবর্তী সকল ইতিহাস তুলে ধরা হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি শাখার উদ্যাগে দিনব্যপী এ প্রদর্শনী আয়োজন করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী এ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রক্টর শাহিনুজ্জামান, ইবি ছাত্র ইউনিয়ন সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম ও দলের নেতাকর্মী’সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
প্রদর্শনীতে সাধারণ শিক্ষার্থীরা বলেন, এখানে প্রতিটি ফ্রেমে প্রত্যেকটা ইতিহাসের বিষয় সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে এসে অনেকগুলো ইতিহাসের বিষয় সম্পর্কে জেনেছি এবং পড়েছি। ৪৭’ সালের পূর্ব থেকে ২৪’ সাল পর্যন্ত অনেক ইতিহাসের তথ্য এখানে দেওয়া আছে। ২৪ এর আন্দোলনে ছাত্র ইউনিয়নের যে ভূমিকা ছিল সেটা আমরা সবাই দেখেছি। ২৪ এর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই চেতনাকে ধারণ করে আমরা যেন দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি সে দিকে আমাদের গুরুত্ব দিতে হবে।
এবিষয়ে ইবি ছাত্র ইউনিয়ন সভাপতি মাহমুদুল হাসান বলেন, ভাষার মাসে শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে আমরা আলোকচিত্র প্রদর্শন করেছি। এখানে মূলত প্রাচীন বাংলার জনপদ থেকে শুরু করে, ব্রিটিশ পিরিয়ড, ১৯৪৭ এর ঘটনা, বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ ২৪ এর অভ্যুত্থানের বেশকিছু ছবি এখানে স্থান পেয়েছে। যাতে দর্শনার্থীরা এসে নতুন করে সঠিক ইতিহাস জানতে পারে এবং চর্চা করতে পারে।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, আলোকচিত্র প্রদর্শনীতে ৪৭ থেকে ২৪ এর ইতিহাস স্থান পেয়েছে। আমি ২৪ এর জুলাই বিপ্লবের ছবিগুলো দেখে মর্মাহত হয়েছি। ছবিগুলোর ভাষা বলে দেয়- কিভাবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নেতৃত্বে ছাত্রজনতার উপর যে দুর্বিষহ অত্যাচার নির্যাতন চালিয়েছিলো।
উল্লেখ্য, লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী মাহমুদুল হাসান রিজভী গত ১৮ জুলাই, ২০২৪ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার উত্তরা-পূর্ব থানার সামনে হাইওয়ে রোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে রিজভীর মাথার খুলি উড়ে যায়। মাথার মগজ বের হয়ে রাস্তায় পড়ে। তখন রিজভী রাস্তায় পড়ে কই মাছের মতো ছটফট করতে থাকে। ফ্লাইওভারের ওপর থেকে তাকে গুলি করা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার উত্তরা কিচিন হসপিটালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ১০টার দিকে মারা যান।
অর্থসংবাদ/সাকিব/এসএম