ক্যাটাগরি: পুঁজিবাজার

সাফকো স্পিনিংয়ের উৎপাদন বন্ধ থাকবে আরও দুই মাস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস্‌ লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির উৎপাদন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এবং লোকসান কমাতে কোম্পানির মিলগুলো বন্ধ বা সাময়িকভাবে উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

এই পরিস্থিতিতে, কোম্পানির উৎপাদন ১ ফেব্রুয়ারি তারিখ থেকে পরবর্তী দুই মাসের জন্য সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটির মিলের অন্যান্য কার্যক্রম যেমন- শিডিউল রক্ষণাবেক্ষণের কাজ ইত্যাদি যথারীতি চলছে। যত তাড়াতাড়ি সম্ভব উৎপাদন আবার শুরু করা হবে বলে কোম্পানিটি জানিয়েছে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার