টেস্ট র‌্যাংকিংয়ে ফিরলেন সাকিব

টেস্ট র‌্যাংকিংয়ে ফিরলেন সাকিব
টেস্ট র‌্যাংকিংয়ে ফিরলেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। আজ সোমবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে তার নাম উঠেছে। এর আগে দুর্নীতির প্রস্তাব পেয়েও যথাযথ কর্তৃপক্ষকে তা জানাতে ব্যর্থ হওয়ায় ক্রিকেটে নিষিদ্ধ হওয়ায় সব ভার্সনের র‌্যাংকিং থেকে সাকিবের নাম মুছে ফেলেছিল আইসিসি।

নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান সিরিজের প্রথম টেস্ট শেষে আইসিসি নতুন টেস্ট র‌্যাংকিং প্রকাশ করে। ৩৬৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার তালিকার চতুর্থ স্থানে আছেন সাকিব। নিষিদ্ধ হয়ে নাম মুছে ফেলার আগে ৩৯৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনি তালিকার তৃতীয় স্থানে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেন হোল্ডারকে পিছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছেন ইংল্যান্ডের বেন স্টোকস।

৩৯৭ পপয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। ৫৭৬ পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ের ৩৭তম স্থানে আছেন সাকিব। আর বোলিং তালিকায় আছেন ২২তম স্থানে। এর আগে ওয়ানডে র‌্যাংকিং তারিকায়ও ফিরেছেন সাকিব। আফগানিস্তানের মোহাম্মদ নবিকে পিছনে ফেলে সরাসরি শীর্ষস্থান দিয়ে তার প্রত্যাবর্তন হয়। টি-টোয়েন্টি র‌্যাংকিং তারিকায়ও র‌্যাংকিং ফিরে পেয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার। আছেন অল-রাউন্ডার তালিকার দ্বিতীয় স্থানে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়