ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও লঙ্কাবাংলা সিকিউরিটিজ পিএলসি (এলবিএসপিএলসি) রিয়েল-টাইম স্টক ট্রেডিং সিমুলেশনের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ডিআইইউর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. লুৎফর রহমানের উপস্থিতিতে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এলবিএসপিএলসির সিইও খন্দকার সাফাত রেজা এবং ডিআইইউ-এর ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (এফবিই) এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন এস.এ.আর. মো. মুইনুল ইসলাম, সিটিও এবং এলবিএসপিএলসির পরিচালক, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান (ডিবিএ), অর্থ ও ব্যাংকিং বিভাগের প্রধান এবং অন্যান্য সিনিয়র ফ্যাকাল্টি সদস্যরা।