পুঁজিবাজারের ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের কোম্পানি আশরাফ টেক্সটাইল মিলস লিমিটেডের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ বিভিন্ন অনিয়মের কারণে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গত ৫ ফেব্রুয়ারি বিএসইসির ৯৪১ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশরাফ টেক্সটাইল মিলসের বিরুদ্ধে পরিচালিত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে ৮৮১ তম এবং ৯০২ তম কমিশন সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনাপূর্বক সিকিউরিটিজ আইন ও বিধি লঙ্ঘনের জন্য বিএসইসি প্রয়োজনীয় এনফোর্সমেন্ট ব্যবস্থা গ্রহণ করবে।
সেই সঙ্গে প্রতিষ্ঠানটির মানি লন্ডারিং বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ প্রেরণ করার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসএম