বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংস্কার উদ্যোগের প্রশংসা করেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হুসেন। তিনি বাংলাদেশ সরকারের প্রতি কানাডার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করে কানাডার সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
আলোচনায় দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, কারিগরি সহায়তা, কৃষি, জনগণের সঙ্গে জনগণের সংযোগসহ বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী অংশীদারিত্ব এবং সহযোগিতা জোরদার করার ওপর জোর দেওয়া হয়।
কানাডায় বাংলাদেশিদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ মন্ত্রী হুসেন দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধির দৃঢ় আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের মধ্যে বিদ্যমান শক্তিশালী সম্পর্কের কথা তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা অর্থনৈতিক ও উন্নয়নমূলক উদ্যোগে অব্যাহত সহায়তার জন্য কানাডা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা, শ্রম সংস্কার, আর্থিক ক্ষেত্রে অগ্রগতি, স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তাসহ অভিন্ন স্বার্থে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সম্প্রদায়কে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মুখোমুখি হওয়া উল্লেখযোগ্য চ্যালেঞ্জগুলোর ওপর জোর দেন। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন সহজতর করার গুরুত্বের ওপর জোর দেন। কানাডার মন্ত্রী আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে কানাডার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
রোহিঙ্গা ইস্যুতে কানাডার অব্যাহত সমর্থনের জন্য পররাষ্ট্র উপদেষ্টা কানাডা সরকারকে ধন্যবাদ জানান। তিনি এই বছরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া রোহিঙ্গা ইস্যুতে আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ করার জন্য কানাডা সরকারকে অনুরোধ করেন।