ক্যাটাগরি: পুঁজিবাজার

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেইসাথে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে।

সূত্র মতে, সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৪০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ১৭৪ পয়েন্টে।

এছাড়া, এদিন ডিএসইএস সূচক ৫ দশমিক ৬৫ পয়েন্ট বেড়েছে এবং ডিএসই-৩০ সূচক দশমিক ৩৮ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে আজ মোট ৪২০ কোটি ৬৫ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি ১০ লাখ টাকা।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৪০১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭০টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১৬৬ কোম্পানির। বাকি ১৬৫ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার