ক্যাটাগরি: পুঁজিবাজার

সূচকের পতনে কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ আরও কমেছে।

সূত্র মতে, রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ২৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ১৬৫ পয়েন্টে।

এছাড়া, এদিন ডিএসইএস সূচক ৪ দশমিক ২৫ পয়েন্ট কমেছে এবং ডিএসই-৩০ সূচক ১ দশমিক ০৬ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ মোট ৩৭৪ কোটি ১০ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২৯ কোটি ৬৫ লাখ টাকা।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৯২ কোম্পানির। বাকি ২৪০ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

শেয়ার করুন:-
শেয়ার