ক্যাটাগরি: ধর্ম ও জীবন

বিয়ের পর পিত্রালয়ে এলে কসরের নামাজ পড়বে?

প্রশ্ন: কোনো মেয়ে বিয়ের পর স্বামীর বাড়িতে চলে গেলে তখন স্বামীর বাড়িই তার আসল বাড়ি। প্রশ্ন হলো, সে যখন ৪৮ মাইল দূরত্বে তার বাবার বাড়িতে আসবে, তখন সে মুসাফির হবে, নাকি মুকিম থাকবে? -সালমা শিউলি, বনশ্রী

উত্তর: বিয়ের পর মেয়ে স্বামীর বাড়িতে স্থায়ীভাবে থাকা ও সংসার করা শুরু করলে স্বামীর ঘরই তখন তার আসল বাড়ি হিসেবে পরিগণিত হয়। এ অবস্থায় বাবার বাড়ি ৪৮ মাইল দূরত্বে হলে এবং মেয়ে বাপের বাড়িতে এসে ১৫ দিন অবস্থান করার নিয়ত না করলে সে মুসাফির হিসেবে গণ্য হবে। (এমদাদুল ফাতাওয়া: ১/৫৭৯, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত: ৪/৩২৬)

সমাধান: ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।

শেয়ার করুন:-
শেয়ার