ক্যাটাগরি: আইন-আদালত

সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার

বিগত কয়েকদিনে দেশের বিভিন্নস্থানে ভাঙচুর, হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট এলাকাতেও। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সেনা সদস্যদের মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মূলত হাইকোর্ট এলাকায় ম্যুরাল ভেঙে ফেলা হবে এমন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, সুপ্রিম কোর্টের ভেতর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আছে। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত ছাত্র-জনতা রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বুধবার রাত ৮টার দিকে এ ভাঙচুর শুরু হয়। সেখানে ছাত্র-জনতাকে হাসিনাবিরোধী স্লোগান দিতেও দেখা যায়। সেই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘বুলডোজার মিছিলের’ ডাক দেয়।

তারই ধারাবাহিকতায় বিগত সরকারসহ মন্ত্রীদের বসত বাড়িতে ভাঙচুর চালায় ছাত্র-জনতা। একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও ম্যুরাল ভেঙে ফেলে।

শেয়ার করুন:-
শেয়ার