প্রতিটি মানুষেরই কিছু সহজাত প্রতিভা থাকে। ভাইরাল হতে চাইলে আপনার সেই প্রতিভা তুলে ধরতে পারেন আকর্ষণীয় ও মানসম্মত ভিডিও কনটেন্টের মাধ্যমে। অন্তর্জালে স্বল্পদৈর্ঘ্যের কনটেন্ট আজ সবচেয়ে জনপ্রিয়, তাই দীর্ঘ স্ক্রিপ্ট লেখারও প্রয়োজন নেই। শুধু চাই ভালো মানের ক্যামেরার সামনে সাবলীল উপস্থাপনা। মানসম্মত ফুটেজ ধারণ এবং সেটা আকর্ষণীয় ভিডিওতে রূপ দেয়া খুব কঠিন কিছু নয়, প্রয়োজন শুধু সঠিক ডিভাইস ও সফটওয়্যার।
স্ট্যাবিলাইজেশন সমৃদ্ধ ক্যামেরা
বেশিরভাগ কনটেন্ট নির্মাতা ক্যারিয়ারের শুরুতে স্মার্টফোনেই ভিডিও ধারণ করেন। ভিডিও কনটেন্ট তৈরির জন্য ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং অন্তত ফুল এইচডি রেজল্যুশনে ভিডিও করতে পারে এমন একটি স্মার্টফোনই যথেষ্ট। স্ট্যাবিলাইজেশন ফিচারটি ভিডিওতে কাঁপাকাঁপি রোধ করবে। সঙ্গে যদি থাকে ফোর-কে রেজল্যুশনে ভিডিও ধারণের অপশন আর অপটিক্যাল স্ট্যাবিলাইজেশন, তাহলে তো কথাই নেই। বাজারে স্ট্যাবিলাইজেশনসমৃদ্ধ স্মার্টফোন ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে।
ট্রাইপড বা ফোনস্ট্যান্ড
এক হাতে ফোন ধরে ভিডিও করা খুবই কঠিন কাজ। বাজারে ৫০০ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ট্রাইপড কিংবা ফোনস্ট্যান্ড পাওয়া যায়।
স্মার্টফোনটি স্ট্যান্ডে বসিয়ে নিলে পাওয়া যাবে মসৃণ ফুটেজ। তাছাড়া ক্যামেরার সামনে আরো সাবলীল পারফরম্যান্সও করা যায়। চলমান বিষয়বস্তুর ভিডিও করতে চাইলে বাজেট আরো কিছুটা বাড়িয়ে স্মার্টফোন গিম্বল কেনা যেতে পারে।
লাইটিং
ছবি ও ভিডিও আকর্ষণীয় করতে চাইলে আলোর দিকে খেয়াল রাখা সবচেয়ে জরুরি। শুধু ঘরের বাতির ওপর ভরসা না করে রিং লাইট কিংবা সফট লাইট বক্স কেনা শ্রেয়। বাজারে এক হাজার ২০০ থেকে দুই হাজার টাকার মধ্যে মানসম্মত লাইট পাওয়া যায়। বিশেষ করে যারা সেলফি ক্যামেরা ব্যবহার করে ভিডিও তৈরি করেন তাদের জন্য রিং লাইট অত্যন্ত জরুরি।
মাইক্রোফোন
ভিডিও তৈরির সময় ছবির পাশাপাশি শব্দও হতে হবে মানসম্মত। আশপাশের কোলাহল অথবা অবাঞ্ছিত শব্দ থাকলে দর্শকের মনোযোগ নষ্ট হয়। বাজারে ৮০০ থেকে শুরু করে দুই হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের মাইক্রোফোন পাওয়া যায়। সম্ভব হলে নয়েজ রিডাকশন ফিচারসহ তারবিহীন মাইক্রোফোন কেনা উচিত। সে ক্ষেত্রে বাজেট হতে হবে অন্তত তিন হাজার টাকা।
ভিডিওর ফরম্যাট
অনেকেই স্মুথ ভিডিওর আশায় ৬০ এফপিএস গতিতে ভিডিও রেকর্ড করেন। কনটেন্ট তৈরির জন্য ভিডিওর রেজল্যুশন হতে হবে ১০৮০পি অথবা ফোর-কে, গতি হবে ৩০ এফপিএস। মনে রাখতে হবে, সিনেমা আজও ২৪-২৫ এফপিএস গতিতে শুট করা হয়। শুধু এফপিএস বেশি হওয়ার কারণে অনেক ভিডিও মানসম্মত হয় না।
ভিডিও সম্পাদনা
ফুটেজ ধারণ করার পর অডিও ও ট্রানজিশন যোগ করে নিতে হয়। এর জন্য আছে হাজারো ভিডিও সম্পাদনার সফটওয়্যার। পিসি বা স্মার্টফোন—দুটি ডিভাইসেই ভিডিও সম্পাদনা সম্ভব। অনেকে এখন ট্যাবেও ভিডিও সম্পাদনা করছেন। এ কাজে আইপ্যাড সবচেয়ে জনপ্রিয়। তবে স্যামসাং-এর ট্যাব অ্যান্ড্রয়েডের মধ্যে বেশ জনপ্রিয়।
অ্যাডবি প্রিমিয়ার প্রো
ভিডিও সম্পাদনার সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার অ্যাডবি প্রিমিয়ার প্রো। এর মাধ্যমে সহজেই মনমতো ইন্টারফেস বা টাইমলাইন সাজিয়ে নেওয়া যায়। ফুটেজ কাটাছেঁড়ার পাশাপাশি ইফেক্ট ও ট্রানজিশনের মাধ্যমে ভিডিও আকর্ষণীয় করা যায় সহজেই। প্রিমিয়ার প্রোর সঙ্গে আফটার ইফেক্টস ব্যবহার করে চমৎকার ভিজ্যুয়াল ইফেক্টসের কাজও সম্ভব।
দা ভিঞ্চি রিসলভ
প্রিমিয়ার প্রোর বদলে অনেক পেশাদার ভিডিও নির্মাতা বেছে নিচ্ছেন দা ভিঞ্চি রিসলভ। তার প্রধান কারণ এতে ভিডিওর প্রতি ফ্রেম ধরে ধরে আলাদা কালার গ্রেডিং করা যায়। যারা বৈধভাবে বিনা মূল্যে ভিডিও সম্পাদনার সফটওয়্যার ব্যবহার করতে চান তারা এটি ব্যবহার করতে পারেন। দা ভিঞ্চি রিসলভ ব্যবহার করে প্রিমিয়ার প্রোর বাকি কাজও সহজেই করা যায়।
ক্যাপকাট
স্মার্টফোনে ভিডিও সম্পাদনার অন্যতম জনপ্রিয় অ্যাপ ক্যাপকাট। এর মাধ্যমে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা খুব সহজ। রয়ালটি ফ্রি মিউজিকও সরাসরি অ্যাপ থেকেই ভিডিওতে যুক্ত করা যায়। এ ছাড়া অটোক্যাপশনসহ প্রয়োজনীয় অনেক ফিচারও আছে এতে। তবে ফ্রি নয়, সব ফিচার পেতে প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করতে হবে।
ইনশট
যারা একেবারেই ভিডিও সম্পাদনায় নতুন তাদের জন্যই ইনশট। স্মার্টফোনে ভিডিও সম্পাদনার সব অ্যাপের মধ্যে ইনশটের ইন্টারফেস সবচেয়ে সহজবোধ্য। এর মাধ্যমে প্রি-কাস্টমাইজড কালার ইফেক্ট ব্যবহার করে দ্রুত আকর্ষণীয় ভিডিও তৈরি করা যায়। ভিডিও কাটা বা জোড়া দেওয়ার ফিচার তো আছেই। গানও চট করে যোগ করা যাবে। তবে অ্যাডভান্সড ফিচার খুব একটা নেই।
কিনেমাস্টার
স্মার্টফোনে ভিডিও সম্পাদনার বহুল ব্যবহৃত সফটওয়্যার কিনেমাস্টার। ভিডিও সম্পাদনার জন্য যা যা করা প্রয়োজন সবই আছে এতে। বিশেষ করে ক্রোমা কি, ম্যাজিক রিমুভার, সুপার রেজল্যুশন, প্লেব্যাক স্পিড বাড়ানো-কমানো, বা স্লো মোশনের মতো বিভিন্ন বাড়তি ফিচার আছে।
আইমুভি
যাদের আইফোন আছে তাদের জন্য সেরা সফটওয়্যার এটি। অ্যাপলের নিজস্ব অ্যাপটি পাওয়া যাবে বিনা মূল্যে। অটো-এডিট করার টেমপ্লেটের জন্য বিখ্যাত এটি। প্রো-রেস বা অ্যাপল-র ফুটেজ কালার গ্রেডিং করার জন্য বর্তমানে সবচেয়ে বেশি সমাদৃত আইমুভি।
রয়ালটি ফ্রি সাউন্ড
ভিডিও সম্পাদনায় বড় ভুল কপিরাইটযুক্ত গান ব্যবহার। এতে কপিরাইট ভঙ্গের কারণ দেখিয়ে অনলাইন ভিডিও প্ল্যাটফরম থেকে ভিডিওটি সরিয়ে দিতে পারে কর্তৃপক্ষ। কপিরাইটের ঝামেলা এড়াতে ইউটিউব অডিও লাইব্রেরি থেকে আবহসংগীত ব্যাবহার করতে হবে।
কোন ভিডিও কোথায় প্রকাশ করবেন
ভিডিও কনটেন্ট যদি এক থেকে তিন মিনিটের কম সময়ের হয়, তাহলে টিকটক, ফেসবুক রিলস ও ইউটিউব শর্টস আকারে প্রকাশ করা যেতে পারে। সে ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি হবে ৯ঃ১৬ অনুপাতের, যাতে ফোন লম্বালম্বি রেখেই দেখা যায়। যারা লম্বা দৈর্ঘ্যের ভিডিও নিয়ে কাজ করতে চান তাদের অবশ্যই ১৬ঃ৯ অনুপাতের ভিডিও তৈরি করতে হবে, ইউটিউব ও ফেসবুক দুটিই বর্তমানে লম্বা ভিডিও প্রকাশের জন্য আদর্শ। একই ভিডিও একাধিক প্ল্যাটফরমে প্রকাশ করা যাবে, এতে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে।