সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনা বাড়ছে প্রতিনিয়ত। পাসওয়ার্ড হ্যাক করে অ্যাকাউন্টে প্রবেশ করা হ্যাকারদের জন্য এখন খুবই সহজ। বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ফেসবুক ও অন্যান্য অ্যাকাউন্টে উচিত দুই স্তরের নিরাপত্তা বা টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ফিচার চালু করা।
বেশির ভাগ ব্যবহারকারী ফিচারটি ব্যবহারের জন্য প্রয়োজনীয় ওটিপি টেক্সট মেসেজের মাধ্যমেই গ্রহণ করেন।সিম ক্লোনিং প্রযুক্তির সহজলভ্যতার ফলে সেটিও আর নিরাপদ নয়। তার বদলে উচিত অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করা। ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে সবচেয়ে চিন্তিত থাকেন বেশির ভাগ ব্যবহারকারী। এর জন্য গুগল অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করা যেতে পারে।
জেনে নিন কিভাবে ব্যবহার করবেন এটি:
♦ শুরুতে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে গুগল অথেন্টিকেটর অ্যাপ ইনস্টল করে নিন ফোনে।
♦ ফেসবুক অ্যাপের কোনায় থাকা হ্যামবার্গার মেন্যু (তিনটি লাইনের আইকন) ট্যাপ করুন। অথবা ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করে ডান দিকে থাকা আপনার প্রফাইল ছবিতে ক্লিক করুন।
♦ এরপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনটি নির্বাচন করুন এবং ‘সেটিংস’-এ যান।
♦ ‘অ্যাকাউন্ট সেন্টার’ অপশনটিতে ট্যাপ করে ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ অপশনটিতে ট্যাপ করুন।
♦ এবার ‘টু ফ্যাক্টর অথেন্টিকেশন’ অপশন নির্বাচন করুন।
♦ তারপর ‘অথেন্টিকেশন অ্যাপ’ অপশন বাছাই করুন। এরপর ট্যাপ করুন ‘কপি কি’ অপশনে।
♦ অথেন্টিকেটর অ্যাপটিতে ‘প্লাস আইকন’ বাছাই করে ট্যাপ করুন ‘এন্টার সেটআপ কি’ অপশনে।
♦ পেস্ট করা ‘কপি কি’ এবার ‘টেক্সট ফিল্ড’-এ লিখুন। ‘টাইম বেসড’ অপশন বাছাই করুন।
♦ অথেন্টিকেটর অ্যাপে ৬ ডিজিটের কোডটি কপি করে নিন।
♦ ফেসবুক অ্যাপে ফিরে গিয়ে অথবা ফেসবুক ওয়েবসাইটে কপি করা কোডটি লিখলেই দুই স্তরের যাচাইকরণ চালু হয়ে যাবে।
♦ কি কপি করার বদলে চাইলে কিউআর কোড স্ক্যান করেও কাজটি করা যাবে। সে ক্ষেত্রে ‘অথেন্টিকেশন অ্যাপ’ অপশন বাছাই করার পর ‘কপি কি’ অপশনের বদলে ‘কিউআর কোড’ ট্যাপ করুন। এরপর অথেন্টিকেটর অ্যাপে ‘এন্টার সেটআপ কি’-এর বদলে ‘স্ক্যান কিউআর কোড’ অপশনটিতে ট্যাপ করুন। কোডটি স্ক্যান করার পর বাকি ধাপগুলো একইভাবে অনুসরণ করুন।
অথেন্টিকেটর অ্যাপ ব্যবহারের মাধ্যমে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করলে সিম ক্লোনিং করে কেউ অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। ফোন পরিবর্তন করলেও চিন্তা নেই, নতুন ডিভাইসে অথেন্টিকেটর অ্যাপ ইনস্টল করে আগের গুগল অ্যাকাউন্টে লগইন করলেই চলবে। অন্যান্য অনলাইন অ্যাকাউন্ট, যেমন গুগল অ্যাকাউন্টেও অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা উচিত।