ক্যাটাগরি: পুঁজিবাজার

টপটেন গেইনারে ‘বি’ ক্যাটাগরির ৯ শেয়ার

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১ প্রতিষ্ঠানের মধ্যে ২০৭টির শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এর মধ্যে টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৯টিই শেয়ারবাজারে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করা কোম্পানির শেয়ার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৫ ফেব্রুয়ারি) ডিএসইতে সবচেয়ে বেশি গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারদর বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে এনার্জিপ্যাক পাওয়ার। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ।

এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- আরডি ফুড, বিডি থাই ফুড, জাহিন স্পিনিং, কাট্টলী টেক্সটাইল, বিবিএস ক্যাবলস, বিবিএস এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার