ক্যাটাগরি: অর্থনীতি

বেপজায় শতকোটি টাকা বিনিয়োগ করবে লিজ টোব্যাকো

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে প্রথমবারের মতো একটি মেশিন বা যন্ত্র তৈরির কারখানা স্থাপন হতে চলেছে। কারখানাটিতে বিদেশে রপ্তানির উদ্দেশে তামাক ও সিগারেট তৈরির যন্ত্র তৈরি করা হবে।

এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও সিঙ্গাপুরের মালিকানাধীন প্রতিষ্ঠান লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানি। আজ সোমবার রাজধানীর গ্রিন রোডে অবস্থিত বেপজার নির্বাহী দপ্তরে এ চুক্তি স্বাক্ষর হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বেপজা।

বেপজা জানায়, এই চুক্তি বেপজা অর্থনৈতিক অঞ্চলে প্রথম কোনো যন্ত্র তৈরির কারখানা স্থাপনের পথকে সুপ্রশস্ত করেছে। কারখানা স্থাপনে প্রতিষ্ঠানটি ৮৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১০১ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এতে কর্মসংস্থান হবে ৯২ জন বাংলাদেশি নাগরিকের।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর ও লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানির চেয়ারম্যান লি মেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রথম যন্ত্র উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটি বেপজার রপ্তানিমুখী শিল্পের বৈচিত্রায়ণের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অন্যান্য রপ্তানিমুখী শিল্প খাতের প্রসারে সহায়তা করতে আমরা আরও যন্ত্রপাতি উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানের বিনিয়োগকে স্বাগত জানাচ্ছি।

লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানির চেয়ারম্যান লি মেং জানান, তাঁদের প্রতিষ্ঠানটি যন্ত্রপাতি উৎপাদনে দক্ষ একটি কর্মী বাহিনী তৈরিতে সাহায্য করবে, যা এ দেশের শিল্প খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার সদস্য মো. ইমতিয়াজ হোসেন ও আ ন ম ফয়জুল হক; নির্বাহী পরিচালক মো. তানভীর হোসেন, মো. তাজিম-উর-রহমান, এ এস এম আনোয়ার পারভেজ প্রমুখ।

শেয়ার করুন:-
শেয়ার