ব্যাংকিং খাত থেকে রাজনৈতিক প্রভাব অপসারণ জরুরি। একটি শক্তিশালী স্বার্থান্বেষী গোষ্ঠী কয়েক দশক ধরে এই খাতকে দুর্বল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এটি ভেঙে ফেলা দরকার।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্র্নিধারণ টাস্কফোর্সের প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেন টাস্কফোর্সের সদস্যরা। সেখানে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এ কথা বলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন হয়।
বাংলাদেশ ব্যাংক সংশোধনী বিল ২০০৩ অনুযায়ী বাংলাদেশ ব্যাংককে সমন্বিতভাবে কাজ করার অনুমতি দিতে হবে। কোনো একক ব্যক্তি বা ব্যক্তিদের একটি গোষ্ঠীকে একাধিক বাণিজ্যিক ব্যাংকের সংখ্যাগরিষ্ঠ মালিকানা পাওয়ার অনুমতি দেওয়া উচিত নয়। রাজনৈতিক কারণে নতুন কোনো ব্যাংক লাইসেন্স দেওয়া উচিত নয়। দুর্বল শাসিত বাণিজ্যিক ব্যাংকগুলিকে পুনঃপুঁজিতে পাবলিক ফান্ডের ব্যবহার বন্ধ করতে হবে। আমানতকারীর স্বার্থ রক্ষার জন্য সমস্যাগ্রস্ত ব্যাঙ্কগুলির জন্য একটি প্রস্থান নীতি প্রণয়ন করা উচিত। অন্তর্বর্তী সরকারের আমলে টাস্কফোর্সের সুপারিশমালা থেকে অন্তত একটি সুপারিশ বাস্তবায়নের জন্য প্রতিটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকে কোন সুপারিশটি বাস্তবায়ন করা হবে, তা জানাতে হবে।
টাস্কফোর্সের প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন টাস্কফোর্সের প্রধান ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক কে এ এস মুরশিদ। এই টাস্কফোর্সের প্রতিবেদনে অর্থনীতি, ব্যাংক,অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করে সুপারিশ করা হয়।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বিগত সরকারের আমলে ব্যাংক কোম্পানি আইন দুর্বল হয়েছে। রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। আর বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নতুন ব্যাংকগুলোকে পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করে আর্থিক খাতকে ধ্বংস করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি সেবা নিশ্চিত করা এবং সংস্কারের অংশ হিসেবে পাঁচ নতুন প্রতিষ্ঠান করার সুপারিশ করা হয় টাস্কফোর্স প্রতিবেদনে। যেমন, নিয়ন্ত্রক সংস্কারর সংস্কার কমিশন বা রেগুলেটির রিফর্ম কমিশন (আরআরসি) গঠন করা উচিত। আইনকানুন পরিবর্তন, সংশোধনে এই কমিশন সবসবই কাজ করবে। এছাড়া বাংলাদেশ বিমানকে দুই ভাগে বিভক্ত করে একটি অংশ বিদেশি অভিজ্ঞ প্রতিষ্ঠান নিয়ে পরিচালনা করার সুপারিশ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রম তদারকির জন্য আলাদা কমিটি করার কথাও বলা হয়েছে। সেন্টার অব গ্লোবাল এক্সিসিলেন্স এবং সেন্টার সোশ্যাল অ্যান্ড বিহেভিওরাল চেঞ্জ কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ গঠনের সুপারিশও করা হয়েছে।
পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ভূমি নিবন্ধন কার্যালয়, পুলিশ, স্বাস্থ্যসহ যেকোনো সরকারি সেবা পাওয়া কঠিন। এ জন্য নাগরিকদের তদারকির মাধ্যমে সামাজিক নিরীক্ষার মধ্যে এসব সেবাকে আনা যেতে পারে।
কে এ এস মুরশিদ বলেন , যুগ যুগ ধরে চাঁদাবাজির কথা শুনছি। কিন্তু কিছু করতে পরিনি। আমরা মনে করি, স্থানীয় জনগণের সহায়তায় অ্যান্টি গুন স্কোয়াড (গুন্ডা প্রতিরোধ কমিটি ) বেশ কার্যকর হবে।
ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করার সুপারিশ প্রসঙ্গে কে এ এস মুরশিদ বলেন, রাজনীতির প্রভাব ছাত্রদের মধ্যে বিস্তার লাভ করে, শিক্ষকেরা জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত তা আর্থিক দুর্নীতিতে গড়ায়। দলীয় রাজনীতি কেন থাকবে? কোনো সভ্য দেশে আছে। ছাত্র–ছাত্রীরা সক্রিয় থাকেন সামাজিক ও শিক্ষা খাতের বিভিন্ন ইস্যু নিয়ে। ছাত্র রাজনীতির বন্ধের বিষয়টি সরকার পুনর্বিবেচনা করতে পারে। এখন তো বলা যায়। আগে তো এটাও বলা যেত না।
সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত ছিলেন টাস্কফোর্সের আরেক সদস্য অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান। তিনি বলেন, বিনিয়োগের বাধাগুলো দূর করতে পারলে বিদেশি বিনিয়োগ আসবে। আগের সরকার এক’শ অর্থনৈতিক অঞ্চলের কথা বলেছে, তা সবগুলো না করে নির্বাচিত কিছু অর্থনৈতিক অঞ্চল করা যেতে পারে।
ব্যাংক দেউলিয়া আইন করার সুপারিশ করেছেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের এমডি সৈয়দ নাসির মঞ্জুর। তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করে দেওয়া উচিত। এছাড়া বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার আগে স্থানীয় বিনিয়োগ আকৃষ্ট করার পরিবেশ তৈরি করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- বিআইডিএসের গবেষণা পরিচালক মঞ্জুর আহমেদ, বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর প্রমুখ। গত ১১ সেপ্টেম্বর বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্র্নিধারণ টাস্কফোর্স গঠন করেছে সরকার। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালককে এ এস মুরশিদের নেতৃত্বে এই টাস্কফোর্স গঠন করা হয়।