ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংকের সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) সিলেট শহরের একটি হোটেলে এ র অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম খান প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জোনপ্রধান মো. জাকির হোসেন, ডেভেলপমেন্ট উইংপ্রধান এ কে এম মাহবুব মোরশেদ ও এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান আবুল লাইছ মোহাম্মদ খালেদ।

সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার