ক্যাটাগরি: পুঁজিবাজার

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিলো আরও ৭ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানি গত ৩০ জুন,২০২৪ অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।

কোম্পানিগুলো হচ্ছে- মীর আক্তার হোসেন, বিবিএস ক্যাবলস, টেকনো ড্রাগস, তিতাস গ্যাস, ডমিনেজ স্টিল, বারাকা পতেঙ্গা পাওয়ার এবং বারাকা পাওয়ার লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।

আলোচ্য অর্থবছরে মীর আক্তার হোসেন ১০ শতাংশ, বিবিএস ক্যাবলস ১ শতাংশ, টেকনো ড্রাগস ১২ শতাংশ, তিতাস গ্যাস ৫ শতাংশ, ডমিনেজ স্টিল ০ দশমিক ২৫ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ার ২ শতাংশ এবং বারাকা পাওয়ার সাড়ে ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার