ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

পাঠাও কুরিয়ারের টপ মার্চেন্টরা জিতে নিলেন এয়ার টিকিট

দেশের ১ নম্বর কুরিয়ার সার্ভিস পাঠাও কুরিয়ার, এবার প্রথমবারের মতো টপ মার্চেন্টদের জন্য নিয়ে এলো এয়ার টিকেট জেতার সুযোগ! প্রতি ৩ মাসের কোয়ার্টারে মোট ৪টি সিজনে টপ মার্চেন্টরা জিতে নিতে পারবেন এই পুরস্কার। পাঠাও কুরিয়ার-এ পার্সেল রেশিও, রিটার্ন রেশিও, সাকসেস রেশিও, প্রতি মাসে মার্চেন্টের অ্যাকটিভ থাকার রেশিও, এবং ৩ মাসের অর্ডারের ধারাবাহিকতার উপর ভিত্তিতে দেওয়া হবে পুরস্কারগুলো।

এবারের প্রথম সিজনে টপ ৩ জন মার্চেন্ট জিতে নিয়েছেন নেপাল এবং কক্সবাজারের একাধিক কাপল এয়ার টিকেট।

প্রথম সিজনের কাপল টিকেট বিজয়ী:
সেরা মার্চেন্ট- আলাদিন শপ, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা এয়ার টিকেট।
সেরা উদীয়মান মার্চেন্ট (পুরুষ)- রোজা ফ্রেগনেন্স, ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকেট।
সেরা উদীয়মান মার্চেন্ট (মহিলা)- আরোবি’স কালেকশন, ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকেট।

পাঠাও কুরিয়ার-এর পক্ষ থেকে প্রথম সিজনের বিজয়ীদের জন্য থাকলো আন্তরিক অভিনন্দন। দ্বিতীয় সিজনে পাঠাও কুরিয়ার-এ বেশি বেশি অর্ডার প্লেস করে টপ মার্চেন্টদের মধ্যে থাকতে পারেন আপনিও! তাহলে দেরি না করে বেশি বেশি অর্ডার প্লেস করা শুরু করুন আর পরবর্তী সিজনে আপনিও জিতে নিতে পারেন এয়ার টিকেট! পাঠাও কুরিয়ার-এর বেড়ে উঠার সাথে সাথে বাড়ছে মার্চেন্টদের ব্যবসাও! তাই, আপনিও যদি মার্চেন্ট হয়ে থাকেন এবং ব্যবসার পরিধি বাড়িয়ে আরও লাভবান হতে চান তাহলে এখনই পাঠাও কুরিয়ার-এ সাইন-আপ করে ফেলুন!

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ১,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার