ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

উচ্চ মূল্যস্ফীতির কারণে জনপ্রতি পুষ্টি গ্রহণের হার কমেছে: স্বপ্নের এমডি

রিটেইল চেইন সুপারশপ স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেছেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে জনপ্রতি পুষ্টি গ্রহণের হার কমেছে।

সাব্বির হাসান নাসির বলেন, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ ও স্বচ্ছতা নায‍্য মূল‍্য স্থাপনে সাহায‍্য করতে পারে।কেবল প্রাতিষ্ঠানিক ব‍্যবসায়ে ভ‍্যাট না বাড়িয়ে ভ‍্যাট নেট বাড়ানো যেতে পারে।

এ বিষয়ে আমাদের কাছে সৃজনশীল মডেল আছে।সুদের হার বাড়িয়ে মূল‍্য স্ফীতি কমেনি বরং উৎপাদন বাড়াতে হবে।উৎপাদনের খরচ কমাতে হবে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে বণিক বার্তা আয়োজিত ‘খাদ্য পণ্যের যৌক্তিক দাম : বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এর আগে সেন্টার ফর পলিসি ডায়লগের গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বিগত সরকার সব সময় মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে ছিল। একটি বাড়লে সরকার আরেকটি কৃত্রিমভাবে কমিয়ে দেখানো হতো। এখন অব্যাহতভাবে সারা বছর চালের দাম বাড়ছে, এমনকি চালের মৌসুমেও দাম বাড়ছে। সরকারি মজুদ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে দাম বাড়িয়ে দেন মিলাররা। ২৭ টাকার চাল কিভাবে ৫৭ টাকায় বিক্রি হয়।

সরকারকে দায়ী করে খন্দকার মোয়াজ্জেম বলেন, বাজারের পর্যাপ্ত তথ্য সরকারের কাছে নেই। কত উৎপাদন, কত সংকট সে তথ্য তারা রাখেন না।

শেয়ার করুন:-
শেয়ার