বিদায়ী সপ্তাহে (২৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ডেল্টা স্পিনিং লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে ডেল্টা স্পিনিং লিমিটেডের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৩৯ দশমিক ১৩ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৬ টাকা ৪০ পয়সায়।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৫ দশমিক ৭১ শতাংশ। আর ২১ দশমিক ৫৭ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড ১৫ দশমিক ৬৩ শতাংশ, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড ১৩ দশমিক ৬৩ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড ১২ দশমিক ১৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল মিলস লিমিটেড ১০ দশমিক ১৪ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৯ দশমিক ৭৪ শতাংশ, এসবিএসি ব্যাংক পিএলসি ৮ দশমিক ৮৬ শতাংশ এবং খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড ৮ দশমিক ২০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসএম