বিদায়ী সপ্তাহে (২৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে এডিএন টেলিকমের প্রতিদিন গড় ১০ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ১১ শতাংশ।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ৮ কোটি ১২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৪০ শতাংশ।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্স অ্যান্ড পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ৮ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৩৯ শতাংশ।
এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক পিএলসি ৭ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকা, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড ৭ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশন লিমিটেড ৭ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা, মালেক স্পিনিং লিমিটেড ৬ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংক পিএলসি ৬ কোটি ৩৫ লাখ ৭০ হাজার টাকা, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৫ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা এবং এসিআই লিমিটেড ৫ কোটি ৮৬ লাখ ৬০ হাজার টাকা।
এসএম