পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি সমাপ্ত অর্থবছরের ঘোষিত নগদ ও বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে। কোম্পানিগুলো হচ্ছে- বিডিকম অনলাইন, ন্যাশনাল পলিমার, আইটি কনসালটেন্টস, বাংলাদেশ ল্যাম্পস এবং বার্জার পেইন্টস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এবং বোনাস লভ্যাংশ সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য বাংলাদেশ ল্যাম্পস ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো। এর মধ্যে ৫ শতাংশ নগদ। আলোচ্য অর্থবছরে আইটি কনসালটেন্টস ১১ শতাংশ, ন্যাশনাল পলিমার সাড়ে ১০ শতাংশ এবং বিডিকম অনলাইন ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
এছাড়া, গত ৩১ মার্চ,২০২৪ সমাপ্ত অর্থবছরে বার্জার পেইন্টস ৫০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো।
এসএম