সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০৩টি কোম্পানির মধ্যে ২৬১ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৬ জানুয়ারি) কেয়া কসমেটিকসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল এর দর কমেছে আগের দিনের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৭৫ শতাংশ। আর ৫ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৮২ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মুন্নু সিরামিক
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রেনউইক যজ্ঞেশ্বর ৬ দশমিক ৬০ শতাংশ, জেনারেশন নেক্সট ৬ দশমিক ৪৫ শতাংশ, বেঙ্গল ওয়াইনসর ৫ দশমিক ৪৩ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ৫ দশমিক ২৬ শতাংশ, উসমানিয়া গ্লাস ৫ দশমিক ১৮ শতাংশ, নর্দান জুট ৪ দশমিক ৫৯ শতাংশ এবং সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ৪ দশমিক ৫৫ শতাংশ কমেছে।