গ্যাস সরবরাহ পেয়ে দীর্ঘ ১১ মাস পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড ফের ইউরিয়া সার উৎপাদন কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় গ্যাস সরবরাহ চালু হওয়ার পর কারখানার উৎপাদন পুনরায় শুরু হয়।
তবে গ্যাসের চাপ পর্যাপ্ত না থাকায় পুরো ক্ষমতায় উৎপাদনে যাওয়া এখনো সম্ভব হয়নি বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ।
তিনি জানান, কারখানায় পুরোদমে ইউরিয়া সার উৎপাদনের জন্য ৪০-৪২ বার চাপের প্রয়োজন হয় কিন্তু বর্তমানে গ্যাসের চাপ ৩০-৩৪ বারে সীমাবদ্ধ। ফলে উৎপাদন প্রক্রিয়া শুরু হলেও তা ঢিমেতালে চলছে।
সার কারখানা সূত্রে জানা যায়, আশুগঞ্জ ফার্টিলাইজার কারখানার দৈনিক ১১০০ টন ইউরিয়া সার উৎপাদনের ক্ষমতা রয়েছে। তবে গ্যাস সংকটের কারণে ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে গত ১৫ নভেম্বর গ্যাস সরবরাহ পুনরায় চালু হলেও উৎপাদন শুরু করতে দীর্ঘ প্রস্তুতিপর্ব অতিক্রম করতে হয়েছে।
প্রদীপ কুমার নাথ বলেন, গ্যাস সরবরাহের সমস্যা পুরোপুরি কাটলে উৎপাদনে গতি ফিরে আসবে। আমরা আশা করছি দ্রুতই পূর্ণ উৎপাদনে ফিরতে পারব।
এসএম