ক্যাটাগরি: পুঁজিবাজার

লেনদেনের সঙ্গে বাজার মূলধন বাড়লো ৩৬৪৭ কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন হয়েছে। সেই সঙ্গে বেড়েছে বাজার মূলধন ও টাকার অংকে লেনদেনের পরিমাণ। আলোচ্য সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৬৪৭ কোটি টাকার বেশি।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৬ হাজার ৯৪০ কোটি ৩১ লাখ টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ৫৮৭ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৬৪৭ কোটি ২৯ লাখ টাকা বা ০ দশমিক ৫৬ শতাংশ।

গত সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৩২ দশমিক ৬১ পয়েন্ট বা ০ দশমিক ৬৪ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৮ দশমিক ৭৭ পয়েন্ট বা ০ দশমিক ৯৯ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ১১ দশমিক ২১ পয়েন্ট বা ০ দশমিক ৯৭ শতাংশ।

সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬৩ কোটি ৩৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৮৯০ কোটি ৩৭ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১৭২ কোটি ৯৯ লাখ টাকা।

এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩৪ কোটি ৬০ লাখ টাকা বা ৯ দশমিক ১৫ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪১২ কোটি ৬৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৭৮ কোটি ৭ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২০১টি কোম্পানির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের দাম।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার