ক্যাটাগরি: আন্তর্জাতিক

কুনমিংয়ে বাংলাদেশী প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট পরিষেবা চালু

চীনের কুনমিংয়ে প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করেছে বাংলাদেশ কনস্যুলেট। দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশী প্রবাসীদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে কনস্যুলেট জেনারেলের হলরুমে ই-পাসপোর্ট পরিষেবাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এই উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) স্থানীয় সময় সকাল ১০টায় কনস্যুলেট জেনারেলে একটি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মো. খালেদ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা পরিষেবা বিভাগের উপ-সচিব আশরাফ আহমেদ রাসেল, ই-পাসপোর্ট এবং অটোমেটেড বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক উইং কমান্ডার মো. আখতার-উজ-জামান এবং অন্যান্যরা এসময় বক্তব্য দেন। এটি সঞ্চালনা করেন কনস্যুলেটের প্রধান চ্যান্সেরি মো. বজলুর রশিদ।

বৈঠকে উইং কমরেড. মো. আখতার-উজ-জামান ই-পাসপোর্ট থাকার সুবিধা এবং এই পরিস্থিতিতে এর গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। তিনি প্রবাসীদের নিরাপত্তা এবং সুবিধা নিশ্চিত করার জন্য ই-পাসপোর্ট ব্যবহারের সমস্যাগুলোর উপর জোর দেন। তিনি বর্তমান প্রযুক্তির উদাহরণ হিসেবে ই-পাসপোর্ট ব্যবহারের প্রশংসা করেন। তিনি বলেন, এই পরিষেবা প্রোগ্রাম বিদেশে দেশের সুনাম উন্নত করবে।

কনসাল জেনারেল মো. খালেদ কুনমিং মিশনে ই-পাসপোর্ট প্রকল্পের সময়মত এবং নির্বিঘ্নে সমাপ্তির জন্য প্রকল্পের সকল অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ই-পাসপোর্ট আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশি নাগরিকদের দ্রুত পরিষেবা প্রদান সম্ভব করে তুলবে বলে তিনি মনে করেন। তিনি এটিকে একটি নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর কনসাল জেনারেল কিছু আবেদনকারীকে ‘ই-পাসপোর্ট’ তালিকাভুক্তির স্লিপ প্রদান করেন। ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা এবং কারিগরি দল, কনস্যুলেট কর্মী এবং কর্মকর্তারা এবং বিভিন্ন সামাজিক শ্রেণী ও পেশার বাংলাদেশি প্রবাসীরা এই সময়ে উপস্থিত ছিলেন।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার