সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ২০৪ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৩০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফিনিক্স ফাইন্যান্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ৫৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ১৭ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এডিএন লিমিটেড।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ন্যাশনাল টিউবস, রানার আটোমোবাইলস, ভ্যানগার্ড রুপালী ব্যাংক মিউচুয়াল ফান্ড, ইফাদ অটোস, জিএসপি ফাইন্যান্স, ওয়াটা ক্যামিক্যাল এবং সিভিও পেট্রোক্যামিক্যাল রিফাইনারী পিএলসি।
এসএম