সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে ১০৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মালেক স্পিনিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৬৬ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা কাসেম ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ২০ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৭ দশমিক ৩৪ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।
এদিন দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এমবি ফার্মা, এনভয় টেক্সটাইলস, মিডল্যান্ড ব্যাংক, বেঙ্গল উইনসোর, শাহজিবাজার পাওয়ার, কুইনসাউথ টেক্সটাইল, মতিন স্পিনিং মিলস পিএলসি।
এসএম