ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

আইএলএ’র তালিকায় বাংলাদেশি জহিরুল ইসলাম

ইন্টারন্যাশনাল লিটারেসি অ্যাসোসিয়েশন (আইএলএ) সম্প্রতি ২০২৫ সালের গ্লোবাল ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকা প্রকাশ করে ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহাম্মদ জহিরুল ইসলামকে মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত করেছে।

পুরস্কারটি শিক্ষা ও সাক্ষরতার উন্নয়নে বৈপ্লবিক ভূমিকা রাখা নেতাদের স্বীকৃতিতে দেওয়া হয়। ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের নেতৃত্বে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য শিক্ষা ও জীবিকা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন জহিরুল ইসলাম।

আইএলএ থার্টি আন্ডার থার্টি প্রোগ্রাম এমন ব্যক্তিদের স্বীকৃতি দেয় যারা শিক্ষা ও সাক্ষরতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন । ১৩টি দেশের মধ্যে থেকে প্রায় ৩০ জনের একটি তালিকা প্রকাশিত হয়েছে। এ তালিকার সদস্যরা শিক্ষা খাতে বিশেষ পরিবর্তন আনাসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার অধিকার নিশ্চিতের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন।

মুহাম্মদ জহিরুল পরিচালিত ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন (আজিএফ) ২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়া একটি অলাভজনক প্রতিষ্ঠান। এটি শিক্ষা, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় কাজ করছে।

প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দারিদ্র পরিবারগুলোকে টেকসই আয়ের সুযোগ তৈরি করতে প্রশিক্ষণ ও সম্পদ দিচ্ছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি যুব উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগের সময়ে সাড়াদান ইত্যাদি কাজ করে থাকে।

আইজএফ এবং এর প্রতিষ্ঠাতা ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- ডায়ানা অ্যাওয়ার্ড, দ্য হিরো অ্যাওয়ার্ড, জাতিসংঘের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী গ্রুপ পুরস্কার এবং ভিএসও বেস্ট ভলান্টিয়ার গ্রুপ অ্যাওয়ার্ড।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার