সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০টি কোম্পানির মধ্যে ৮০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২০ জানুয়ারি) ফান্ডটির ইউনিটদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৮২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা তুংহাই নিটিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ দশমিক ৬৬ শতাংশ কমেছে। আর ইউনিটদর ৫ দশমিক ২৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফারইস্ট ফাইন্যান্স, আরামিট সিমেন্ট, প্রিমিয়ার লিজিং, ঢাকা ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং, পাওয়ার গ্রিড এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।
এসএম