ক্যাটাগরি: জাতীয়

লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৪৭ বাংলাদেশি। আজ শনিবার (১৮ জানুয়ারি) এসব বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৪৭ বাংলাদেশি বিমানযোগে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএমের সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে।

ফেরত আসা বাংলাদেশিদের আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।

লেবাননে যুদ্ধাবস্থায় প্রবাসী বাংলাদেশিরা, যারা দেশে ফিরে আসতে ইচ্ছুক তাদের সবাইকে নিজ খরচে দেশে ফেরত আনছে সরকার। লেবানন থেকে এ নিয়ে ১৮টি ফ্লাইটে সর্বমোট ১ হাজার ২৪৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

শেয়ার করুন:-
শেয়ার