ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

জেসিআই ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হলেন আলতামিশ নাবিল

নতুন করে জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় বিশেষ সাধারণ সভায় (এক্সট্রা-অর্ডিনারি জেনারেল অ্যাসেম্বলি) মুহাম্মাদ আলতামিশ নাবিল ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এনইভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) গাজীপুরে একটি রিসোর্টে অনুষ্ঠিত জেসিআই জাতীয় বিশেষ সাধারণ সভায় এই এনইভিপি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নতুন এই কমিটিতে তরুণ ব্যবসায়ী ও সংগঠক কাজী ফাহাদ জাতীয় সভাপতি এবং তরুণ উদ্যোক্তা আরেফিন রাফি আহমেদ ডেপুটি জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন।

জেসিআই বাংলাদেশের একটি বিবৃতিতে জানানো হয়েছে, নতুন বোর্ড ২০২৫ সালের মেয়াদে দায়িত্ব পালন করবে। জেসিআই বাংলাদেশের ইমিডিয়েট পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির নতুন বোর্ডকে অভিনন্দন জানিয়েছেন।

আলতামিশ নাবিল আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর পেশাগত জীবন শুরু করেন। তিনি বর্তমানে ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক – ইউনেট এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও এবং মিয়াকি-র ম্যানেজ সার্ভিসের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। এই বহুজাতিক প্রতিষ্ঠানটি দেশের জাতীয় পর্যায়ের আইসিটি-ভিত্তিক প্রকল্পগুলোর একটি পরিচালনা করে।

বহু বছর ধরে তিনি বিশ্বব্যাপী অসংখ্য তরুণের জীবন পরিবর্তনে কাজ করছেন। পার্সোনাল ব্র্যান্ডিং, কনটেন্ট রাইটিং, লিডারশিপ, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, অ্যাপ মনিটাইজেশন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষক হিসেবে তার ভূমিকা প্রশংসিত। এছাড়াও তিনি ক্রিড়া আয়োজন প্রতিষ্ঠান স্পোর্টস৯৭ লিমিটেড এবং নিওন গ্রুপ এর সঙ্গে পরিচালক হিসেবে যুক্ত রয়েছেন। এছাড়াও একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি একাধিক স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র নির্মাণ করেছেন এবং স্থানীয় ও আন্তর্জাতিকভাবে সম্মানিত হয়েছেন।

তিনি বেশকিছু অনলাইন নিউজ পোর্টালের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি ভোরের কাগজ এবং আরও কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন প্ল্যাটফর্মে চলচ্চিত্র ও ক্যারিয়ার বিষয়ক নিয়মিত লেখালেখি করছেন। লেখক হিসেবে নাবিলের লেখা উল্লেখযোগ্য বইগুলো হলো: মহারাজা তোমারে সেলাম, লুমিয়ের থেকে হীরালাল, লেট দেয়ার বি লাইট, বাংলার চলচ্চিত্রপথ, অস্কারনামা, এবং কনটেন্ট রাইটিংয়ের মহারাজা।

আলতামিশ নাবিল রোটারি ইন্টারন্যাশনালের একটি ক্লাবের বোর্ড সদস্য এবং ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ও বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (বোল্ড)-এর সম্মানিত সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন। জেসিআইতে তিনি ২০২২ সালে জেসিআই ঢাকা ওয়েস্টের সভাপতি, ২০২৩ সালে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, ২০২৪ সালে ট্রেনিং কমিশনার হিসেবে কাজ করেছেন এবং “জেসিআই সিনেটর” উপাধিতে ভূষিত হয়েছেন।

নতুন এ দ্বায়িত্ব সম্পর্কে আলতামিশ নাবিল বলেন, ‘যুব-ভিত্তিক এই সংগঠন জেসিআই বাংলাদেশ আগামী বছরে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সক্রিয় অংশগ্রহণ করবে এবং জেসিআইয়ের মাধ্যমে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বব্যাপী তুলে ধরার জন্য কাজ করে যাবে।’

জেসিআই বিশ্বের ১০০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং এর সদস্য সংখ্যা দুই লক্ষাধিক। জেসিআই বাংলাদেশ বর্তমানে ৪০টিরও বেশি স্থানীয় সংগঠন এবং সারা দেশে চার হাজারেরও বেশি সদস্য নিয়ে কাজ করছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার