ক্যাটাগরি: আন্তর্জাতিক

বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে টানা ৪র্থ সপ্তাহের মতো বেড়েছে জ্বালানি তেলের দাম। মূলত রাশিয়ার জ্বালানি বাণিজ্যের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় সরবরাহে ব্যাঘাত ঘটায় বাড়ছে দাম।

শুক্রবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৪ সেন্ট বা ০.৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮১.৭৩ ডলারে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা ০.৮০ শতাংশ বেড়ে অবস্থান করছে ৭৯.৩০ ডলারে।

চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৫০ শতাংশ ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম বেড়েছে ৩.৬০ শতাংশ।

বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার ঝুঁকি মোকাবিলায় মধ্যপ্রাচ্যের সাবধানী তেল উত্তোলনকেও এই দর বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে। সেই সঙ্গে রয়েছে মার্কিন বাজারে ব্যাপক চাহিদা বৃদ্ধির পূর্বাভাস।

ফুজিটোমি সিকিউরিটিজের একজন বিশ্লেষক তোশিতাকা তাজাওয়া বলেছেন, রাশিয়ান তেল উৎপাদনকারী এবং ট্যাঙ্কারগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে সরবরাহে উদ্বেগ তৈরি হওয়ায় অপরিশোধিত তেলের বাজার বাড়ছে। এছাড়া মার্কিন বাজারে কেরোসিনের ব্যাপক চাহিদা বৃদ্ধি এর আরেকটি কারণ।

এর আগে রাশিয়ার জ্বালানি খাতে গত ১০ জানুয়ারি নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহৎ রুশ জ্বালানি তেল কোম্পানি গাজপ্রম নেফটও এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায় নেয়ার মাত্র কয়েক দিন আগে এ ঘোষণা দেয়া হয়।

শেয়ার করুন:-
শেয়ার