ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা থেকে তার ওপরের পদে কাজের ১৫ বছরের অভিজ্ঞতা থাকলে তাদের ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা পাসের শর্ত শিথিল করা হয়েছে। তাতে জ্যেষ্ঠ কর্মকর্তা থেকে তার ওপরের পদে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যাংকাররা ডিপ্লোমা ছাড়াই পদোন্নতি পাবেন। ডিপ্লোমা পাসের জন্য বরাদ্দ করা নম্বর তারা স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবেন।
এ ছাড়া জ্যেষ্ঠ কর্মকর্তা বা সমমানের পদ থেকে শুরু করে তার পরের ধাপের পদগুলোকে পদোন্নতির ক্ষেত্রে ডিপ্লোমা পরীক্ষার জন্য ১০ শতাংশ নম্বর রাখার বিধান বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংকগুলো নিজেরা এসব পদে পদোন্নতির ক্ষেত্রে কর্মীদের যে নম্বর দেয়, সেখানে ডিপ্লোমার জন্য ১০ শতাংশ নম্বর রাখতে হবে। এই ১০ শতাংশ নম্বরের মধ্যে প্রথম পর্বে উত্তীর্ণের জন্য ৫ শতাংশ ও দ্বিতীয় পর্বের জন্য ৫ শতাংশ নম্বর বরাদ্দ থাকবে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ব্যাংকারদের ব্যাংকিং ডিপ্লোমা–সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, ব্যাংকে নতুন যোগ দেওয়া কর্মীর পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক। আগামী ফেব্রুয়ারি মাস থেকে যাঁরা ব্যাংকে যোগ দেবেন বা পদোন্নতিপ্রাপ্ত হবেন, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।
এ ছাড়া পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমার বাধ্যবাধকতা থেকে আরেক দফায় সাময়িক ছাড় পেলেন সিনিয়র বা জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় পাস না করলেও পরবর্তী ধাপে পদোন্নতি পাবেন। তবে এক ব্যাংক থেকে একজন কর্মকর্তা অন্য ব্যাংকে যেকোনো পদে যোগদান করতে গেলে সে ক্ষেত্রে ডিপ্লোমা পাসের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারির আগে নিয়োগ পাওয়া বা পদোন্নতিপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তারা যে পদে কর্মরত ছিলেন, তার পরবর্তী ধাপে পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ না হলেও স্বয়ংক্রিয়ভাবে দুই পর্বের জন্য বরাদ্দ করা পূর্ণ নম্বর পাবেন।
নির্দেশনায় আরও বলা হয়েছে, জ্যেষ্ঠ কর্মকর্তা বা সমমানের পদে যোগদান বা ওই পদে পদোন্নতির ১৫ বছর অতিক্রান্ত হয়েছে এমন কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ না হলেও ব্যাংকিং অভিজ্ঞতা বিবেচনায় ওই কর্মকর্তা দুই পর্বের পরীক্ষার জন্য বরাদ্দ করা পূর্ণ নম্বর পাবেন। তবে আগামী ১ ফেব্রুয়ারি হতে ব্যাংকে জ্যেষ্ঠ কর্মকর্তা বা সমমানের পদে যোগদান করা কিংবা উক্ত পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পরবর্তী ধাপের পদোন্নতির ক্ষেত্রে প্রথম পর্ব এবং দ্বিতীয় পদোন্নতির ক্ষেত্রে দ্বিতীয় পর্ব পরীক্ষায় বাধ্যতামূলকভাবে উত্তীর্ণ হতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, মূল ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত নয় এমন বিভাগে কর্মরত কর্মকর্তাদের ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য হবে না। তবে এমন বিভাগে বর্তমানে কর্মরত কোনো কর্মকর্তাকে পরবর্তী সময়ে মূল ব্যাংকিং কার্যক্রমে স্থায়ীভাবে পদায়ন করা হলে এসব নির্দেশনা প্রযোজ্য হবে।
এ ছাড়া ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণের জন্য ব্যাংকের পক্ষ থেকে আবশ্যিকভাবে আর্থিক প্রণোদনাও ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য প্রথম পর্বের পরীক্ষায় উত্তীর্ণের ক্ষেত্রে ন্যূনতম ৩৫ হাজার টাকা এবং দ্বিতীয় পর্বের ক্ষেত্রে ন্যূনতম ৫০ হাজার টাকা প্রণোদনা পাবেন ব্যাংকাররা। এই সিদ্ধান্ত ৯৯তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা থেকে কার্যকর হবে। সম্প্রতি ৯৯তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।