ক্যাটাগরি: জাতীয়

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে সরকার: আইজিপি

অন্তবর্তী সরকার পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি নিরপেক্ষ সংস্থায় উন্নীত করতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম সাব-ইন্সপেক্টর ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আইজিপি।

পুলিশ মহাপরিদর্শক সাব-ইন্সপেক্টরদের উদ্দেশে বলেন, ‘আপরাধ দমন, জনগণের নিরাপত্তা ও সমাজের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা পুলিশের প্রধান কাজ। পাশাপাশি প্রবাসীদের জানমালের নিরাপত্তায়ও গুরুত্ব দিতে হবে।’ পরিবর্তিত পরিস্থিতিতে নতুনদের সৃজনশীল প্রতিভার প্রতি আস্থা রাখতে চান বলে জানান আইজিপি।

এর আগে সকাল সাড়ে ৯ টায় কুচকাওয়াজ পরিদর্শন করেন আইজিপি বাহারুল আলম। নবীন সাব-ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ করেন।

২০২৩ সালে বুনিয়াদি প্রশিক্ষণের জন্য একাডেমিতে যোগ দেন ব্যাচের মোট ৮২১ জন এসআই। পরবর্তীতে বিভিন্ন অপরাধের দায়ে ২২ জনকে চাকরিচ্যুত করা হয়। এরপর মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে ৫ আগস্টের পর চারধাপে বাদপড়েন ৩২১ জন এসআই।

ব্যাচেটির অবশিষ্ট ৪৮০ জন সাব-ইন্সপেক্টর ৮টি কন্টিনজেন্টে ভাগ হয়ে কুচকাওয়াজে অংশ নেয়। এবার বেস্ট একাডেমিক হন ক্যাডেট বদিউজ্জামান, ইনফিল্ডে বেস্ট হন নজরুল ইসলাম ও সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন ক্যডেট আরিফুল ইসলাম। সকলের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।

গত ২৬ নভেম্বর ৪০ তম এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা অনিবার্য কারণে বাতিল করা হয়েছিল।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ পুলিশের অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমানস ভূঁঞা, রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আলমগীর রহমান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার