সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ প্রতিষ্ঠানের মধ্যে ১৩১টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডিএসইতে সিনোবাংলার শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ডেইরি। কোম্পানিটির শেয়ারদর ৬ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা জাহিন স্পিনিংয়ের শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ৪৫ শতাংশ।
এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- অ্যাসোসিয়েটেড অক্সিজেন, আইসিবি এএমসিআই সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কে অ্যান্ড কিউ, ওয়ালটন, শমরিতা হসপিটাল, দেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড।
এসএম