ক্যাটাগরি: পুঁজিবাজার

রাশেদ মাকসুদের ছুটির খবরে ইতিবাচক থেকে মূল্য সংশোধন পুঁজিবাজারে

ছুটিতে যাচ্ছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তবে এটি তাঁর বাধ্যতামূলক ছুটি হিসাবে গুঞ্জন ছড়িয়েছে। এমন খবরে উচ্ছ্বসিত সাধারণ বিনিয়োগকারীরা। যার প্রভাব পড়েছে আজকের শেয়ারবাজারের লেনদেনে। এদিন শুরু থেকেই অধিকাংশ শেয়ারের দরবৃদ্ধি আর লেনদেনে গতি ছিলো। তবে বিনিয়োগকারীরা জানতে পারে বিএসইসি চেয়ারম্যান তাঁর মেয়েকে উচ্চ শিক্ষার জন্য ছুটিতে যাচ্ছেন। ফলে দিন শেষে মূল্য সংশোধন হয়েছে পুঁজিবাজারে। বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টদের সাথে আলাপকালে এমন তথ্য উঠে এসেছে। মাকসুদ কমিশনের প্রতি বিনিয়োগকারীদের আস্থা নেই এবং বিভিন্ন সময় বিনিয়োগকারীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে।

এবিষয়ে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনে প্রধান মুখপাত্র নুরুল ইসলাম মানিক অর্থসংবাদকে বলেন, বিএসইসি চেয়ারম্যান বাধ্যতামূলক ছুটিতে যাচ্ছেন এমন গুঞ্জনে সাধারণ বিনিয়োগকারীরা উচ্ছ্বসিত। যার ফলাফল আজকের লেনদেন শুরু থেকে লক্ষ্য করা গেছে। এ গুঞ্জনে সকাল থেকেই বেশিরভাগ সময় বাজার ইতিবাচক ছিলো। তবে যখন বিনিয়োগকারীরা জানতে পারলো এটা তাঁর বাধ্যতামূলক ছুটি না তখন থেকে মূল্য সংশোধন হয়। এটার মানে পরিষ্কার বিএসইসির চেয়ারম্যান হিসাবে সাধারণ বিনিয়োগকারীরা রাশেদ মাকসুদকে চায় না বা আস্থা রাখে না। তিনি এ পদ ছাড়লে বাজার পুরোদমে গতিশীল হবে।

আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস (১৪ জনিুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয় ঊর্ধ্বমুখী প্রবণতায়। সব মূল্য সূচকের উত্থানে অল্প কয়েকটি বাদ দিয়ে বেশিরভাগ শেয়ারের দর বৃদ্ধি পেয়ে ছিলো। তবে দিন শেষে সূচক-লেনদেন সামান্য কমেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ০১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৫০ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৪০ পয়েন্ট বেড়েছে। আর ‘ডিএস-৩০’ সূচক কমেছে ১ দশমিক ৬৮ পয়েন্ট।

আজ ডিএসইতে ৩৫১ কোটি ১১ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৯৭ কোটি ৮১ লাখ ১৬ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮১টি কোম্পানির, বিপরীতে ১৩১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার