ক্যাটাগরি: পুঁজিবাজার

মিডল্যান্ড ব্যাংকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে ২৮২টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১২ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৪৭ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের দর কমেছে আগের দিনের তুলনায় ২২ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৬৮ শতাংশ। আর ৬০ পয়সা বা ৭ দশমিক ৫৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজ

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বে লিজিং ৭ দশমিক ২৫ শতাংশ, ওয়েস্টার্ন ম্যারিন শিপইয়ার্ড ৭ দশমিক ১৪ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ৬ দশমিক ০৬ শতাংশ, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক ৫ দশমিক ৯০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স ৫ দশমিক ৭১ শতাংশ, সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক ৫ দশমিক ৬৮ শতাংশ এবং প্যাসিফিক ডেনিম্স ৫ দশমিক ৬৩ শতাংশ কমেছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার