রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (আরইউএএএ) দ্বিতীয় সম্মেলন ও সুবর্ণজয়ন্তী উদযাপন-২০২৫ এ অংশ নিতে আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে বিভাগটির কর্তৃপক্ষ। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি (বৃহস্পতি ও শুক্রবার) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় সম্মেলন ও সুবর্ণজয়ন্তী উদযাপন-২০২৫ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে বি.এ অনার্স, এম.এ, এম.ফিল ও পিএইচ.ডি যে কোন একটি ডিগ্রী অর্জন করলেই নির্ধারিত ফি জমা দিয়ে রেজিস্ট্রেশনপূর্বক সম্মেলনে অংশগ্রহণ করা যাবে।
এছাড়াও, বিভাগটির বি.এ. অনার্স প্রথম বর্ষ থেকে এম.এ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীগণ নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে সহযোগী সদস্য হিসেবে সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণকারী সদস্যদের স্পাউস (স্বামী/স্ত্রী) ও সন্তানের নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা প্রদানপূর্বক সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন।
অর্থসংবাদ/জুবাইর/এসএম