পুঁজিবাজারে দেড় লাখ বিনিয়োগকারী এসেছে গত মাসে

পুঁজিবাজারে দেড় লাখ বিনিয়োগকারী এসেছে গত মাসে
গত নভেম্বর মাসে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের নতুন বেনিফিসিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট বেড়েছে প্রায় দেড় লাখ। এর মধ্যে দেশি বিনিয়োগকারীদের বিও বেড়েছে প্রায় সোয়‍ ১ লাখ। বিদেশি বিনিয়োগকারীদের বিও বেড়েছে ২২ হাজার। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি বছরের ১ নভেম্বর বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল‍ ২৩ লাখ ৬৪ হাজার ৪৮৩টি। এক মাসের ব্যবধানে ১ লাখ ৪৭ হাজার বিও হিসাব বেড়ে ১ ডিসেম্বর দাঁড়িয়েছে ২৫ লাখে ১০ হাজারে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে নভেম্বর মাসে দেশি বিনিয়োগকারীদের সংখ্যা বেড়েছে ১ লাখ ২৩ হাজার ৭০টি।

অনদিকে ১ নভেম্বর বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও সংখ্যা ছিল ১ লাখ ২৯ হাজার ৪৩টি। সেখান থেকে ২২ হাজার বেড়ে ১ ডিসেম্বর দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৯২৪টিতে।

এছাড়াও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৫৩ টি বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজ‍ার ৬৬০টিতে। গত মাসের একই সময়েছিল ১৩ হাজার ৫০৭টি।

দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটাসহ কয়েকটি কোম্পানির আইপিওকে কেন্দ্র করে বেশির ভাগ বিও বেড়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত