ক্যাটাগরি: পুঁজিবাজার

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে (বৃহস্পতিবার ৯ জানুয়ারী) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৯৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৬ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৩২৪ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩০৭ কোটি ০১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৭ কোটি ০৩ লাখ বা ৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫৭ টি বা ৩৯.২৫ শতাংশের। আর দর কমেছে ১৫৬ টি বা ৩৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮৭ টি বা ২১.৭৫ শতাংশের।

শেয়ার করুন:-
শেয়ার