ক্যাটাগরি: পুঁজিবাজার

লেনদেনের সঙ্গে প্রধান সূচক কমেছে ৩৪ পয়েন্ট

সপ্তাহের প্রথম কার্যদিবসে কারিগরি ত্রুটির কবলে পড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফলে দেড় ঘণ্টা বন্ধের পর বেলা ১১টা ৩০ মিনিটে লেনদেন চালু হয়। এদিন ডিএসইর সব মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এসময় টাকার অংঙ্কে সামান্য কমেছে লেনদেনের পরিমান। একই সঙ্গে প্রধান সূচক কমেছে ৩৪ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (০৫ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ৪৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৬৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১১৪৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১৯১৯ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩১৩ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩১১ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার টাকা।

রোববার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৩টি কোম্পানির, বিপরীতে ২৭০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার