চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরণ অনশন ও বিক্ষোভ করেছে সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) চাকরিচ্যুত কর্মকর্তারা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে এসআইবিএলের প্রধান কার্যালয়ের সামনে প্রতিষ্ঠানটির শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা শান্তিপূর্ণ অবস্থান করছেন।
এ সময় চাকরিচ্যুত কর্মকর্তারা জানান, কোনো অগ্রিম নোটিশ ছাড়াই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমান পরিচালনা পর্ষদ অনৈতিক ও জোরপূর্বক তাদের চাকরি থেকে সরিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন তারা।
এসআইবিএলের বিক্ষোভকারী এক কর্মকর্তা বলেন, কোনো কারণ ছাড়াই আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের কোন অপরাধ নাই। চাকরিতে পুনর্বহাল চাই। বাড়িতে অসুস্থ বাবা-মা। চাকরি হারিয়ে আমরা এখন অসহায়। কর্তৃপক্ষ আমাদের কোনো কথা কর্ণপাত করছেন না। চারদিন ধরে আমরা এখানে খেয়ে না খেয়ে অবস্থান করছি। এখন পর্যন্ত আমাদের সাথে কেউ কোন ধরনের যোগাযোগ করেনি।
জানা গেছে, ৬৭২ জন কর্মকর্তাকে বিনা নোটিশে চাকরিচ্যুত করায় তারা মানবেতর জীবন যাপন করছেন।
অবিলম্বে চাকরিতে পুনর্বহালের দাবি জানান এই আন্দোলনকারী ব্যাংক কর্মকর্তারা।
কাফি