ক্যাটাগরি: পুঁজিবাজার

সূচকের পতনে লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে গত কার্যদিবসের চেয়ে কমেছে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে প্রধান সূচক কমেছে ১৮ পয়েন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৫৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ৯৭ পয়েন্ট কমে ১১৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৯৭ পয়েন্ট কমে ১৯৩০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩১৩ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৩০ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৮টি কোম্পানির, বিপরীতে ২২৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার