সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর দুই ঘন্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে রুপালী ব্যাংকের শেয়ারে। এতে কোম্পানিটি শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। পরিচালন মুনাফা বৃদ্ধির খবরে বিক্রেতা শূন্য ব্যাংকটির শেয়ারে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০২৪ সালে আর্থিকভাবে সবল থাকা প্রায় সব ব্যাংকেরই পরিচালন মুনাফা অস্বাভাবিক হারে বেড়েছে। কোনো কোনো ব্যাংকের মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে শতভাগেরও বেশি।
সূত্র মতে, গতকাল রুপালী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২ টাকা ২০ পয়সা। আজ বৃহস্পতিবার কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২২ টাকা ৭০ পয়সায়। সর্বশেষ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৪ টাকা ৪০ পয়সায়। এ হিসেবে কোম্পানির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বেড়েছে। এসময় কোম্পানিটির ৬ লাখ ৬৭ হাজার ৫৭৮টি শেয়ার হাতবদল হয়েছে।
কাফি