সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ১৩১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে জাহিন স্পিনিং পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০১ জানুয়ারি) জাহিন স্পিনিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩০ পয়সা বা ৫ দশমিক ৫৫ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৪৪ শতাংশ। আর ২ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৭৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডরিন পাওয়ারের ৪ দশমিক ৬০ শতাংশ, জেমিনি সী ফুডের ৪ দশমিক ৪৪ শতাংশ, এসকে ট্রিমসের ৩ দশমিক ৯২ শতাংশ, রবি আজিয়াটার ৩ দশমিক ৮৮ শতাংশ, ইসলামী ফাইন্যান্সের ৩ দশমিক ৬৬ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৩ দশমিক ৩৩ শতাংশ এবং আমান ফিড লিমিটেডের ৩ দশমিক ১৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।
কাফি