ক্যাটাগরি: পুঁজিবাজার

বেক্সিমকোর তিন কোম্পানিতে বিএসইসির স্বতন্ত্র পরিচালক নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের আওতাধীন তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রদান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সদ্য নিয়োগ প্রাপ্ত এসব স্বতন্ত্র পরিচালকরা কোম্পানিসমূহের আসন্ন পর্ষদ সভায় যোগদানের তারিখ হতে পরবর্তী ৩ বছরের জন্য কার্যকর থাকবেন।

কোম্পানিগুলো হলো- বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

বুধবার (০১ জানুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষন কমিটির ১১ ডিসেম্বর তারিখের সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রদান করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ১৬ অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২৯ ডিসেম্বর তারিখে পত্রের মাধ্যমে উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এবং উদ্ধৃত সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা প্রয়োজন বলে কমিশন মনে করে।

উপদেষ্টা পরিষদ কমিটির সিদ্ধান্ত ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা মোতাবেক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২০A ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কমিশন ৩১ ডিসেম্বর তারিখে জারিকৃত আদেশ (সূত্র না: সিএসইসি/আইসিএ/সিজি/২০২৩/৬৯/পার্ট-১/৪৯৬) দ্বারা নিম্নবর্ণিত ব্যক্তিদের বেক্সিমকো গ্রুপের আওতাধীন পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডে স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রদান করলো, যা উক্ত কোম্পানিসমূহের আসন্ন পর্ষদ সভায় যোগদানের তারিখ হতে পরবর্তী ৩ বছরের জন্য কার্যকর থাকবে।

বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডে নিয়োগ প্রাপ্ত স্বতন্ত্র পরিচালকরা হলেন- (১) বুয়েটের ডিপার্টমেন্ট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ড. মো. শাহিনুর ইসলাম, (২) বেঙ্গল ওভারসীজ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম, (৩) লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার ,(৪ ) এম এম রহমান অ্যান্ড কোংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও দি ইনস্টিটিউট অব চাটার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন,(৫) ফ্রিল্যান্স কনসালটেশ্য মির্জা আমিনুর রহমান, (৬) এমএনএ এসোসিয়েটের সিইও এম নুরুল আলম, (৭) ইনফাইনাইজেন্ট কনসালটিং লিমিটেডের চিফ কনসালটেন্ট শেখ নাহার মাহমুন, (৮) সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেড সাভারের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত-উল ইসলাম, (৯) এক্সপোর্ট প্রমোশন বুরোর ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন।

রিউম বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নিয়োগ প্রাপ্ত স্বতন্ত্র পরিচালকরা হলেন- (১) বুয়েটের ডিপার্টমেন্ট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ড. মো. শাহিনুর ইসলাম, (২) বেঙ্গল ওভারসীজ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম, (৩) লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার ,(৪ ) এম এম রহমান অ্যান্ড কোংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও দি ইনস্টিটিউট অব চাটার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন,(৫) ফ্রিল্যান্স কনসালটেশ্য মির্জা আমিনুর রহমান, (৬) এমএনএ এসোসিয়েটের সিইও এম নুরুল আলম, (৭) ইনফাইনাইজেন্ট কনসালটিং লিমিটেডের চিফ কনসালটেন্ট শেখ নাহার মাহমুন, (৮) সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেড সাভারের , এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত-উল ইসলাম, (৯) এক্সপোর্ট প্রমোশন বুরোর ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন।

শাইনপুকুর সিরামিকস লিমিটেডে নিয়োগ প্রাপ্ত স্বতন্ত্র পরিচালকরা হলেন- (১) বুয়েটের ডিপার্টমেন্ট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ড. মোঃ শাহিনুর ইসলাম, (২) লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার ,(৩ ) এম এম রহমান অ্যান্ড কোংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও দি ইনস্টিটিউট অব চাটার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন,(৪) ফ্রিল্যান্স কনসালটেশ্য মির্জা আমিনুর রহমান, (৫) এমএনএ এসোসিয়েটের সিইও এম নুরুল আলম এমএনএ এসোসিয়েটের সিইও এম নুরুল আলম, (৬) সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেড সাভারের , এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত-উল ইসলাম, (৭) এক্সপোর্ট প্রমোশন বুরোর ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন।

উক্ত স্বতন্ত্র পরিচালক নিয়োগের ফলে শেয়ারহোল্ডার, বিনিয়োগকারীদের স্বার্থ অনেক বেশি সুরক্ষিত হবে যা পুজিবাজারের উন্নয়নে সহায়ক হবে বলে আশা করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার